শীতল হাওয়ার সন্ধ্যায়,
খোলা জানলায় মুখ,
তোমার কথা ভাবি যেন—
অন্তহীন সুখ।

নীল আকাশের ওই চাঁদে,
মনের খেলা চলে।
শুনে নিই সব তোমার কথা,
হৃদয়ে ঝড় তুলে।

তোমার চেনা সুরে ভরা,
মধুর এক অধ্যায়।
এই পৃথিবীর কোণে থেকেও—
তোমায় খুঁজে পাই।

যদি কখনো শান্ত রাতে,
আমায় ডাকো তুমি,
বৃষ্টি হয়ে পড়ব কাছে,
নীরব ঠোঁটে চুমি।