সকালে উঠিয়া আমি প্রতিজ্ঞা করি
সহজ-সরল পথে জীবনটাকে গড়ি।
ভালোর পথে চলে দেয় যেন পাড়ি,
দুঃখেতে কভু যেন হাল নাহি ছাড়ি।

সত্য-ন্যায়ের সাথে জীবন যেন আঁকি,
মিথ্যা-প্রতারণা থেকে যেন দূরে থাকি।
সব সময় যেন থাকি সত্যের সাথে,
ভালোবাসার আলো নিয়ে চলি সেই পথে।

গরিব-দুখীর পাশে আমি যেন থাকি,
কাঁধে কাঁধ রেখে যেন সুখের পথে হাঁটি।
পড়ালেখার ফাঁকে ফাঁকে খেলাধুলা করি,
কুরআনের পথে যেন জীবনটা'কে গড়ি।

জীবনকে গড়ি যেন দেশপ্রেমের টানে,
নিমেষে ছড়িয়ে দেব সুখের সোপানে।
সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
আমার জীবন যেন আলোয় হয় ঝলি।