প্রিয় চারুলতা
তোমার জন্য এক বিশাল আকাশ আমি
আমার সেই আকাশে জ্বলে থাকা চাঁদ তুমি।
তোমার জন্য ফুটে থাকব ছাতিম ফুলের মতো,
আমার আকাশ জুড়ে তুমি উজ্জ্বল নক্ষত্র।

তোমায় কত ভালোবাসি, জানে আমার মন,
তোমার জন্য বয়ে চলি নদীর মতো সারাক্ষণ।
তুমি যদি হও ঢেউ খেলানো সুনসান নীরবতা,
তবে হৃদয়ে থাকো শব্দ হয়ে,প্রিয়  চারুলতা!