প্রেম বলে, "আমি মুক্ত পাখি,
আমি উড়ি যেখানে হৃদয় ডাকে।"
সমাজ বলে, "নিয়ম মানো,
বন্ধন ছাড়া প্রেম কি থাকে?"

প্রেম চায় শুধু দুটি মন,
নেই বাধা, নেই ভয়।
সমাজ খোঁজে রং-ধরন,
ধর্ম, জাতির পরিচয়।

প্রেম তো অন্ধ, শুদ্ধ, পবিত্র,
সে দেখে না নিয়ম দেয়াল।
কিন্তু সমাজ তার বিচারক
গড়ে তোলে শৃঙ্খল জাল।

তবু প্রেম লড়ে, জিতে আবার,
ইতিহাস তার সাক্ষী হয়,
সমাজ যতই করুক বঞ্চনা,
প্রেম কখনো থেমে নয়।