সুন্দর একটা সকাল হে
কোরণার কৃপায় পাওয়া,
জাগ্রত করো মম অন্তর হে
তোমার পাদতল চাওয়া।
নিখিল ভুবনের অধিপতি হে
তোমার চরণে ঠেকায়ে শির,
তুমি মনিব, ইশ্বর, ভগবান হে
তোমার প্রেমে জীবাত্মা অস্থির।
তোমার সমীপে, প্রভু, প্রার্থনা হে
চালনা করিও নির্ভুল দ্বারে,
তোমার আরাধনায় রাখিও হে
যেন বিপথে না যায় সরে।