তোমার কাছে শব্দ থামে,
থামে আমার গান।
তোমায় নিয়ে লিখতে গেলেই
শূন্য হয় অফুরান।
তোমার চোখে স্বপ্ন আঁকা,
বুকের মাঝে ঢেউ।
তোমার জন্য হৃদয় জুড়ে
রাখে ছবি কেউ?
তুমি আমার নীরব বাণী,
অলিখিত বায়।
তোমার নামে চুপটি ক'রে
থেমে থাকে হায়।
তুমি কবির শেষের পাতা,
ছন্দহীন এই পথ।
তোমায় খুঁজে পাই যে ভেতর,
ভালোবাসার রথ।