সাহিত্য নিয়ে কথা বলতে ভয় হয়,
যেমন ভয় হয় অবিশ্বাসী মানুষকে।
মূর্খ তাই কিছু বলতে পারি না, শিখি,
অল্প জানা মনের ভয়কে পোষে রাখি।
ধৈর্য কম, তাই পড়া হয়নি, তবুও পড়ি,
অধৈর্য হয়ে কিছু বলতে পারি না, শিখি।
গুণীজন সাজে যারা, তাদেরকে দেখি,
শূন্য হয়ে উপদেশ দেয়, সব যেন মিকি।
বিশাল চূড়া, সাহিত্য কর্ণার জেগে আছে,
ঘুমচোখে আচমকা দেখি সবাই কবি।
আমি মূর্খভাবিক, লোকায়ত ধারায়,
চোখে ভাসে সাহিত্যের অধপতনের ছবি।