আমি নিঃশব্দে হারিয়ে যাই
চাঁদের আলোর ছায়ায়,
শব্দহীন রাত জেগে থাকে
এক অজানা মায়ায়।
যার জন্য স্বপ্ন গড়ি
নিভে যাওয়া দীপে,
সে কি জানে ডুবে আছি
তারই মায়ার স্রোতে?
একই আকাশ, একই বাতাস
ছুঁয়ে যায় দুজনে,
তবু দূরত্বের দেয়াল ভাঙে না
গভীর অভিমানে।
এক শহরে থেকেও কেন
এতটা লাগে একা?
নিশীথ রাতে প্রশ্নগুলো
ঘুরে ফিরে হয় দেখা।।