অনন্ত আকাশের নিচে দাঁড়িয়ে,
শূন্যতায় ভরা মন।
বৃথা খুঁজি সান্ত্বনার কণা,
জীবন যেন ক্ষয়ে গেছে স্মৃতির বৃন্তে।

চারদিকে নিস্তব্ধতার সুর,
ধ্বংসের করুণ গাথা শোনায়।
একটা আশা-ফুল ফোটার আগে,
ঝড়ে উড়ে যায়।

অতল রাতে নিজেকে খুঁজে পাই,
অশ্রুর লবণে ভেজা স্বপ্নগুলোকে।
আলো জ্বেলে পথ দেখাবে বলে,
তারাই নিভে যায় ধোঁয়ার আড়ালে।

কথারও নেই জোয়ার এখানে,
নির্জনতার মন্দিরে।
আমার মতো কেউ ডাকলে কি শোনে,
এই পৃথিবীর ক্লান্ত তীর।

জানি না কবে ভাঙব পাথরের দেয়াল,
স্বপ্ন নিয়ে চলব দূরের ডাকে।
অতৃপ্তি নয়, পূর্ণতার জ্যোতি নিয়ে,
গড়ব এক নতুন সকাল।