সত্য বলো কলম ধরো গর্জে ওঠো কল্লোলে
সত্য দিয়ে ধ্বংস করো মিথ্যা যত দোর খুলে।
এখন নীতি ভ্রান্তি চরম সত্য খুঁজে কয় জনে
স্বার্থ পেলে উল্টো ধরে মটকাবে ঘাড় শয়তানে।

সত্য বললে ভরবে জেলে মিথ্যা বলাই শ্রেয়
তিক্ত জানি সত্য বানী তবুও সঙ্গে নেও।
সত্য বলে মুক্তি মিলে মিথ্যা ধ্বংস করে
উচিত কথায় শান্তি মিলে যদিও তা মরে।

টুপি মাথায় তসবিহ হাতে আমলা যত আছে
কণ্ঠ তাদের মগজ যাদের মিথ্যা ভরা কাজে।
তারা চোখের শিরোমণি বিচার কার্য মাঠে
তাদের নীতি অসঙ্গতি উল্টো পথে হাঁটে।

নেতা খেতাব গায়ে দিয়ে করছে তারা ত্রাস
মিথ্যা দিয়ে সত্য ডেকে করছে সর্বনাশ।
সত্য ন্যায়ের পক্ষে তারা মুখোশ পড়ে আছে
মুখোশ খুলে দেখবে কে ভাই কে তাদের পিছে।

ভাবতে ভীষণ অবাক লাগে দেখে তাদের নীতি
সত্য বানী চাপা দিয়ে দেখাচ্ছে প্রেমপ্রীতি।