মনের গহীনে এক অনড় ধ্রুব বিশ্বাস নিয়ে
আমি দাঁড়িয়ে আছি শহরতলীর নির্জন প্লাটফর্মে।
দূরের বনেদি ঘোড়ার আস্তাবলের খুরের মতো
তুমুল ছুটে চলেছে সময়ের চাকা,
আর আমি নীরব দাঁড়িয়ে—
নিঃসঙ্গ রাতের আঁধারে ভেসে যাওয়া এক অপেক্ষা।

নিদ্রাহীন চোখে আমি দেখি—
তোমার আসার প্রতিচ্ছবি,
তোমার মৃদু পদচারণা,
কিন্তু কেন জানি বাস্তবের পথে সে ছবি আসে না।
তুমি কি জানো না?
এই অনড় বিশ্বাস তোমার জন্য তৈরি এক রাজপথ,
তোমার ফিরে আসার রাস্তা হয়ে দাঁড়িয়ে আছে।

কেন তুমি আসো না?
তোমার অভিমানের মেঘে ঢেকে থাকে আমার আকাশ,
তোমার আগমনের প্রতীক্ষায়
বাতাসে প্রতিনিয়ত ভাসে আমার প্রার্থনার সুর।
কার নাম লেখা আছে তোমার হৃদয়ের অলিন্দে?
তুমি কি জানো, প্রতিটি নিশ্বাসে উচ্চারিত হয় তোমার নাম?

তুমি কি বুঝো,
এই নীরব রাত, এই নির্জন স্টেশন
তোমাকে ফিরে পেতে চায়—
তোমার আলোয় পূর্ণ হবার অপেক্ষায়।

জীবনভর দাঁড়িয়ে আছি এই শহরতলীর মঞ্চে।
তুমি এসে দিলে একবার স্পর্শ,
তুমি এনে দিলে সেই চিরস্থায়ী আলো,
তবেই পূর্ণ হবে এই ধ্রুব বিশ্বাস।