সাধুদের খ্যাতির মোড়ক যাঁরা লাগিয়েছে,
পাপের সাগরে ডুবে তাঁদেরই হয়েছে শেষ।
তারাই আজ সমাজের চিত্র রচনা করতে গিয়ে,
অতিসাধু বেশে হয়েছে বিত্তশালী বেশ।

সাধুরা মিলে নিত্য গরিবের ধরে দোষ,
তাদের পেটে লাথি মেরে ফেনায় করে ফোস ফোস।
কিসের দরদে হয়েছে তারা বিত্তশালী সাধু?
এটা কি একবারও ভেবেছিস, ভেবেছিস কি কভু?

লাঙ্গল কাঁধে যাঁরা ফজরের আলোয় পথে ফেরে,
অন্তিম বেলায় ক্লান্ত দেহে গাঁয়ের মাঠেই পড়ে।
মাঠে গিয়ে দেখ, কেমন তারা প্রাণপণে খেটে চলে,
উঁচুতলার বাসিন্দা হয়ে কৃষকের কথা কি
তুই ভুলে গেলি বলে?

চিনি চিনি, ভাই, সব সাধুই সাজার নানান ছল,
সুযোগ পেলে নামাবে খোদা, দেখাবে নাচ আরও কলকল।
তখন বুঝবি, অসহায়ের মতো যখন থাকবে চেয়ে,
ভদ্রসমাজের মুখোশ তখনই খসে যাবে ধেয়ে।