ক্ষমতার সিংহাসন, স্বপ্ন কারো,
কারো আবার ভয়,
লড়াই চলে দিন-রাত,
কে হবে শেষ বিজয়?
প্রতিশ্রুতির ফুল ঝরে যায়,
নেতার বদলায় মুখ,
আসন দখল নিতে গিয়ে
ভুলে যায় কত সুখ!
মানুষ কেন দাবার ঘুটি,
বুদ্ধি খেলে খেলা?
স্বার্থের দোলাচালে পড়ে
বিপন্ন সত্যের মেলা।
তবু ইতিহাস গর্জে ওঠে,
জানি, আসবে দিন—
যেদিন মানুষ জিতবে শেষে,
ভাঙবে শাসন-চিন!