হে আমার জমাটবাঁধা ভালোবাসা
জীবনের স্বাদ আহলাদ,
শুধু তোমার সান্নিধ্যেই লাভ করি।
আমাকে বিচ্ছিন্ন করতে একমাত্র
মৃত্যুই তাতে ছেদ টানতে পারে।
আমি কেবল তোমার মুচকি হাসির
মাঝেই দেখতে পায় উজ্জ্বল নূরানী মুখ।