আমি ভেঙেছি, নির্মমভাবে ভেঙেছি, যেমনভাবে ভাঙলে কাঁচের আয়না জোড়া লাগানো যায় না।
ভালোবাসার বিনিময়ে অবহেলা গিলেছি, পালটা কখনো অবহেলা ছুঁড়ে মারিনি,
তাই চরমভাবে ভাঙতে হয়েছে আমাকে।

আমি জানি, ভালোবাসায় অবহেলা থাকলে ভালোবাসা সমৃদ্ধ হয় না।
তাই মূল্য দিতে গিয়ে আমি নির্মমভাবে হেরেছি।
আমি বারবার তার ভালোবাসার কাছে ঠকেছি,
কখনো তার কাছে জেতার প্রতিযোগিতায় মত্ত হইনি।
আমি তার চোখে দেখেছিলাম অবিশ্বাসের টলমল জল,
তবুও তাকে কখনো বুঝতে দিইনি, যদি সে কষ্ট পায় সেই ভয়ে।

কিন্তু রজনী শেষ প্রহরের শুকতারা খসে পড়েছে,
চরমভাবে হতাশা নিয়ে ফিরতে হয়েছে আমাকে।
আমি নির্মমভাবে হতাশা নিয়ে রাতের অন্ধকারে তরলতা প্রবেশদ্বারে
তার মুখের আবছায়া নিয়ে ফিরেছি।
আমি মানুষটার কাছে হেরে গিয়েছি,
হেরে গিয়েছি বলে ভালোবাসতে ভুলে যাইনি।

আমি আবার এমন একজন মানুষকে ভালোবাসব,
যে অবহেলিত হয়ে আমার মতো
চরমভাবে হতাশা নিয়ে রাতের পর রাত বালিশ ভিজিয়েছে,
যে নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পায়,
নতুন করে বাঁচতে ভয় পায়, বিশ্বাস করতে ভয় পায়।

আমি সেই মানুষটাকে আবার নতুন করে ভালোবাসব,
নতুন জীবনের ভরসা দেব,
স্বপ্ন পূরণের সারথি হব,
বিশ্বাসের পাসওয়ার্ড হব।
আমি হতাশাগ্রস্ত মানুষটার হয়ে
একটা নতুন পৃথিবী গড়ব।

অতঃপর,
আমরা জিতে যাওয়া মানুষদের দেখাব,
ভেঙে যাওয়া মানুষেরা হেরে গিয়েও জিতে যায়।