শীতের কুয়াশায়
জমে থাকা গোপন কথাগুলো
ধীরে ধীরে মুছে যায় সূর্যের আলোয়।
তোমার নিঃশ্বাসের ধোঁয়া,
সেখানে যেন সাদাকালো গল্প বলে।
আমি দাঁড়াই,
তোমার দিকে ছুঁড়ে দিই
একটু উষ্ণ অপেক্ষা।