হে আরশের অধিপতি,
আর কত রাত কাটালে ভোরের আলো ফুটবে,
আর কত অশ্রু ঝরালে পবিত্র ভূমি শান্ত হবে?
আর কত স্বপ্ন ভাঙলে শিশুরা হাসবে অবিরাম,
আর কত ঘর পুড়লে গড়ে উঠবে শান্তি ধারাধাম?
হে আরশের অধিপতি,
আর কত মা হারালে তুমি শুনবে বিধবার আহাজারি,
আর কত প্রাণ শহীদ হলে বসন্ত আসবে বিজয়-ভরি?
আর কত পরীক্ষা নেলে ফিলিস্তিনের সহ্য হবে শেষ?
আর কত ধৈর্য দিলে তুমি আনবে ন্যায়ের একটি দেশ?