চাঁদ উঠেছে দিগন্ত জুড়ে
এলো খুশির দিন,
ঈদের গানে প্রাণের মাঝে
লাগল নতুন ঋণ।
সুবাস ভরা সেমাই পায়েস
মিষ্টিমুখের কাল,
কোলাকুলির স্পর্শে ভাঙে
মনের কঠিন তাল।
নতুন পোশাক, রঙিন হাসি
আনন্দে পথ ভরা,
ঈদের দিনে মিলেমিশে
হোক না পৃথিবী সরা।
শুভেচ্ছার এই মধুর বাণী
দাও যে সবার ঘরে,
ঈদ মানে তো ভালোবাসা
থাকুক হৃদয় ভরে।