ঘুরে ফিরে একই পথ,
নতুন নামে পুরনো রথ।
আকাশ দেখে, বাতাস শোনে,
সবই যেন চেনা স্বরে।

বদলেছি শুধু গানের ভাষা,
তবু সুরটা একই আছে।
স্বপ্নগুলো ঘুমের ঘোরে
পথের শেষে ক্লান্তি নাচে।

দেখেছিলাম যে আলো একদিন,
সেই রোদ আজ পড়ে বুকে।
চক্র চলে, গল্প ঘোরে,
শেষের মাঝে শুরু লুকিয়ে!