অন্ধকার রাতে দুধের মতো সচ্ছ প্রেমিক
বসে আছে অশ্বত্থের ছায়ার আশ্রয়ে।
শিশির ভেজা মুক্তার মতো ছড়িয়ে আছে সমস্ত নক্ষত্ররা; নিষুপ্ত পূর্ণিমা রাতে প্রেয়সীর মোলায়েম হাতের স্পর্শে বিদগ্ধ বসুন্ধরা।
মাথার উপর চিলের ডানার মতে জ্বলজ্বল করছিলো মস্ত বড়ো আকাশ।
চোখের কোণে দেখিছি ভূমধ্যসাগরের বিশাল ঢেউ;
হৃদয় অতলান্তে গিয়েছি ডাকেনি সেও,
আমায় খুঁজেনি কখনো।
অপেক্ষাকৃত হয়ে আছি আজও বুঝেনি কেউ।