তোমার দেওয়া বিষাদগুলোর গন্ধ নিয়ে
একলা পাখি উড়ছে ঝিলে উদাস হয়ে
সন্ধ্যা হলে সূর্যের আলো ঘোমটা টেনে
আমায় নিয়ে যায় বিষাদের দহন দিনে।
এখন আমি রাত-বিরেতে আকাশ দেখি
তোমার দেখার ইচ্ছেগুলো হয় যে মেকি।
এখন আমার শূন্য মনে রাত আসিলে
নিকোটিনের ধোয়া উড়ে আকাশ জুড়ে।
একা জীবন বিশ্বাস ঘাতক থাকবে পথে?
তুমি ফেলছো অবিশ্বাসের মরণ ফাঁদে।