চিন্তায় ফেলো, ধাঁধায় রাখো,
বলবে আমায় হুঁ!
গোল বাঁধালে দেবো ঠেলে,
পরবে ডাবের খুঁ!

গল্প পাতি, ঝাঁপি খুলে,
খোঁজো কোথায় ছাপ,
তুলে দেখি সত্যিটাকে,
মিথ্যে হলো বাপ!

কচুরিপানা ভাসলে জলে,
ধরা দেয় কি ঠাঁই?
কথা ঘুরিয়ে লাভ কি বলো,
বুঝবো আমিও ভাই!