এমন একজন মানুষ দরকার
যার আঁখি তীব্র যন্ত্রণা সহ্য করে
কারো কাছে থাকতে চেয়েছিলো
কিন্তু মানুষটা তাকে ভালোবাসার
পরিবর্তে বারবার অবহেলা দিয়েছে।
আমার এমনই একজনকে দরকার
যে একজনকে ভালোবেসে ধোঁকা খেয়ে
দ্বিতীয় বার ভালোবাসার কথা
মুখে আনতে ভয়ে কুঁকড়ে মুকরে
বালিশ ভেজায় প্রতি রজনীতে।
আমার এমনই একজনকে দরকার
যে অধিক গুরুত্ব দিতে গিয়ে হেরেছে
প্রতিবার,কদর পায়নি,মূল্যায়ন পায়নি
শ্রদ্ধা পায়নি, যদিও সে এসবের যোগ্য।
আমার এমন একজন মানুষ দরকার।
আমি এমন একজন মানুষের জন্য
অনন্তকাল অধীন প্রতীক্ষায় থাকবো,
আমার রেশম জায়গাটা খোলা জানালার
দীপ্তি উৎকণ্ঠিত নীড় হাঁড়া পাখির জন্য
উম্মুক্ত প্রবেশের ছাড়পত্র দিয়ে রাখবো।
তাকে ভালোবেসে সমৃদ্ধ করবো,
সকল দুঃখ ঘুচে দেব,নতুন করে
ভালোবাসার চাদরে মোড়িয়ে
পিরামিডের তলেত্থে প্রসাদের স্থান দেব।
কারণ,
আমি জানি,সে বুঝে কিভাবে একজনকে
ভালোবেসে আগলে রাখতে হয়।
দ্বিতীয় বার যখন তার মনে ভালোবাসার
দীপ্ত কিরণ জেগে উঠবে, সে আগের চেয়ে আরো ধারালো হয়ে ভালোবাসবে।
আর যায় করুক সে কখনো ছেড়ে যাবে না।
সে জানে, কাউকে ছেড়ে দেওয়ার তীব্র যন্ত্রণা।
সঠিক মূল্যায়নের অভাবে আতিথ্য দীর্ঘায়িত হয়নি।সে জানে কিভাবে ভালোবাসতে হয়।কিভাবে ভালোবাসার মানুষ কে সম্মান প্রদর্শন করতে হয়, কিভাবে ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দিতে হয়,আগলে রাখতে হয়।
আমার এমনই একজন মানুষ দরকার।
আমার একজন নীড়হাড়া মানুষ দরকার
যার শিকড়গড়ার পর উপড়ে ফেলা হয়েছে
বেদনায়,যাতনায় তীব্র আক্ষেপ নিয়ে থাকতে
চেয়েও কাছের মানুষের পাশে থাকতে পারেনি, আমার এমনই একজন নীড়হাড়া মানুষ দরকার।