আমাদের গ্রামখানি
রূপকথার দেশ,
আলোছায়া মায়াবী
আছে যেন বেশ।

রূপে রূপে প্রেম জাগে
বাহারী সব রূপ,
দেখিলে প্ররাণ জুড়ে
হয়ে থাকি চুপ।

আমাদের গ্রামখানি
ছবির মতোন,
ভালোবেসে আলোদিয়ে
করেছে সৃজন।