মানুষের মুখোশে ঘুরে বেড়ানো এইসব হিংস্র প্রাণীদের দেখে আতঙ্ক জাগে। ভেবে পাই না—এরা কি আদৌ মানুষ, না কি সভ্যতার ছদ্মবেশে বুনো শকুন? সময়ের বিপর্যয়ে, দুর্দিনে, মানুষের আত্মা কোথায় হারিয়ে যায়? সহানুভূতি, মমতা, ভালোবাসা—সব যেন বিলুপ্ত এক অনুভূতির নাম। কারও কান্না, আর্তনাদ—কিছুই স্পর্শ করে না হৃদয়হীনদের। একজনের মৃত্যুও হয়ে ওঠে আরেকজনের সুবিধা আদায়ের মোহময় হাতিয়ার। প্রতিশোধের আগুনে তারা পুড়িয়ে ফেলে পুরো মানবতা। এ কেমন সভ্যতা, যেখানে অন্যায়ই নিয়ম আর নিষ্ঠুরতাই উৎসব?
সৃষ্টিকর্তা বারবার ডাকেন ফিরে আসার জন্য, তবু কিছু হৃদয় থাকে অতল অন্ধকারে ডুবে। আর একসময় সেই অন্ধকারই গ্রাস করে তাদের সবকিছু। পাপের ভারে ভারাক্রান্ত আত্মাগুলোর জন্য তখন আর কোনো মুক্তি থাকে না।
সৃষ্টিকর্তা, আমাদের আবার মানুষ করুন।
আমাদের হৃদয়ে আলো দিন, যেন আমরা দানব নয়, সত্যিকারের মানুষ হয়ে বাঁচতে পারি।