নিশি পেরিয়ে এলো ইদ,
আনন্দে ভরা দিন,
হাসি খুশি সবার মুখে,
মিটলো যত ঋণ।

নতুন জামা, নতুন খেলা,
মিষ্টি খাবে সবাই।
দুঃখ ভুলে খুশি হয়ে,
গাইবে শান্তি ধরায়।

ইদের মাঠে পড়লো সেজে,
সাজলো সবাই আজ।
ভাই আর বোন মিলবে যেথায়,
মিটলো যত কাজ।