একটি কবিতার অপেক্ষায়,
কত শত আক্ষেপ নিয়ে চেয়ে থেকেছি ওই আকাশের পানে।
সে কথা ওই পূর্ণিমার চাঁদ,
নীলিমায় জ্বলতে থাকা সন্ধ্যাতারাটিও জানে।
একটি শব্দের জন্য,
কত নিশিযাপন করেছি।
সে কথা নিষুপ্ত রাতের অন্ধকারে,
তরলতায় ভেসে আসা জোনাকি পোকারা জানে।
একটি "কবিতার রূপ" খুঁজতে,
কতবার ঝাঁপ দিয়েছি সমুদ্রে।
তন্ন তন্ন করে খুঁজেছি রূপকথার পাতালপুরী।
দিনশেষে না পাওয়ার বেদনা,
ওই সমুদ্রের গর্জন আর মৎস্যকন্যারাই জানে।