একুশ এলো আবার ফিরে,
কালো দিনে স্মরণ,
ভাষার তরে যারা দিলো
প্রাণের অর্ঘ্যরণ।
সালাম, রফিক, জব্বার, বরকত,
ভুলবো কেমন করে?
তাদের ত্যাগে বাংলা ভাষা
গর্ব করে তরে।
মায়ের ভাষায় কথা বলি,
লিখি প্রাণের গান,
ভুলব না সেই ইতিহাস,
রাখবো মান-সম্মান।
তাই তো আজ শহীদ বেদি,
ভরে ফুলের ঢাল,
বাংলা আমার ভাষা হলো,
একুশে সে কাল!