নবীন তরু করো শুরু, জ্বালো আশার আলো,
প্রতিটি পথ নতুন মোড়ে,দূর হোক সব কালো।
জীবনের দিন অগণিত, ছুটে চলা ভাই তবু  
স্বপ্নবুনন হৃদয় ভরো, ছিন্ন করো না কভু।
তোমরা যারা নবীন আজ, সাহসে ভরা প্রাণ,
তোমাদেরই হাতের মুঠোয়, বিশ্বের পরিবর্তন।
বুদ্ধি দিয়ে জয় করো সব, মনে জ্বাল আলো,
তোমরা সেই বাতিঘর আর দুনিয়ার যত ভালো।
তোমাদের পথ ভুল হলেও, থেমো না কভু পথে,
প্রতিটি ভুল শেখাবে তোমায় কীভাবে দাঁড়াবে উঠে।
তোমাদের ভেতর অশেষ শক্তি, জ্বালাও নতুন সূর্য,
তোমরাই আগামীর রথচালক, তোমরাই রণতূর্য।
তোমাদের প্রতি এই বার্তা, দূর করো যত দ্বিধা,
তোমরা এ যুগের নবযাত্রক উজ্জ্বল হও সদা।
তোমাদের শপথ নতুন আশা, প্রাণে রংধনু,
হে নবীন ভাই বন্ধু শক্তি মনে আনো।