আসিসগো তোরা আসিস
বটের মূলে ছাঁয়া মাড়িস।
নব দিনের হলুদ গায়ে
রং বেরঙ্গে সাঁজিস।
খোপায় তোরা ঝোমকা ঝোমকা
কঁদম ফুঁলের বেণী পরিস।

আসিসগো তোরা আসিস
বুড়ির বুকে নুঙ্গা বহিস।
নব দিনে লুঙ্গি পরে
চিরহরিৎ বঙ্গি সাঁজিস।
কাঁধে তোরা লাঙ্গল নিয়ে
মাঠে সোনার ধান ফলিস।
  
আসিসগো তোরা আসিস
চারুকলার কারু আলপনা দেখিস।
ঢ়াকে-ঢ়োলে বাঊল গানে
ধিক ধারাতাম নাচিস।
নব দিনের মাতাম হাওয়ায়
ডিগবাজি খেলিস।

আসিসগো তোরা আসিস
বাঙ্গালির ঐতিহ্যে মজিস।
ঝর্না কালিই মুখে তোরা
১৪২৩ পহেলা বৈশাখ লিখিস।