রাখালি! ও মন বাঁশি বাজে তোর আঙ্গিনায়
পদ্ম ফুলে গাথিব মালা তোর কাদা পায়।
পথের দু'ধারে তুই রাখিনু কি সন্ধান
বেলি ফুলের বেলিনির মাতম
বৈশাখী বৃষ্টি ভেজা কাকন
ঝিয়েল ডালে হরিৎ পিঙ্গের চিটিং ফিটিং দোলন।
রাখালি! ও মন বাঁশি বাজে তোর আঙ্গিনায়
আশেপাশে হাওয়ায় বইতে চায় তোর হিয়ায়।
পতপত খুলিয়া পড়ন্ত তোর গায়ের চাদর
বৈশাখী উদাসী হাওয়া হুমড়ি দেয় তোর গায়ের ওপর।
রাখালি! ও মন বাঁশি বাজে তোর আঙ্গিনায়
মধুর লহরে তোর কানে বীণা বাজায়।
কান পেতে তুই শুনিতে কি পাইনি
ডাক পাড়ানির কুহু মূহু গুঞ্জনি
বৈশাখী আগমনি বার্তা হরেক পাখির মিলন সভায়।
রাখালি! ও মন বাঁশি বাজে তোর আঙ্গিনায়
নব বঙ্গাব্দ এসেছে সাজিয়া তোর মোহনায়।
হালদা তীরে গিয়েছ কি চোখ ধাঁধাতে
ঝিলিমিলি ঢেউগুলি কেমনি ডাঙ্গা বহায়
ভেরকি ওয়ালা দাড়টানে কোথায় অদূরে ভাসায়।
রাখালি! ও মন বাঁশি বাজে তোর আঙ্গিনায়
বাঁশরী গন্ধরাজে ও মান কচু পাতার
টুপাটুপ বৃষ্টি জলে
স্নান করাইবো তোরে নব দিগন্তের সূচনায়।