অহনা! দাও গো ভিজে আমার নয়নযুগল;
বেলে মাটি এটে মাটি কাদা হয়ে লেগে আছে-
মননে মননে খুড়া হয়ে আছে অচল।
আবারো একটু চাই পেতে তোমার দেওয়া প্রেমল।
দেখো তবে দেখিও আমার দাতপাটি;
ভিটামিনহীন-তেজোহীন-ভোজ্যতৈলহীন-
পানসা হয়ে পড়ে আছে-
তুমি চলে যাওয়ার শোক পাললে।
শুস্ক হয়ে বারে বারে ঢেগ তোলে অামার কলিজাখানি-
মরে অাছে থমে গেছে ;
হাসোজ্জ্বল অামার শ্রীলাল।
ফিরে এসো দিয়ে যাও; হারিয়ে যাওয়া হেমকাল।