কত স্বপ্ন দিয়ে প্রাণ দিয়ে সাঁঝিলে বিশ্ব-জাহান।
ফুলের তাজা রঙ্গে দিয়েছ ঢেলে সুমধুর সুঘ্রাণ।
পাহাড়-পর্বত-শৃঙ্গ বেয়ে করেছ ঝর্না দান।
ইয়া রাব্বানা! তুমি যে কত মহান।
অালোর মশাল জ্বালিয়ে দিবা-রাত্রিতে করেছ ব্যবধান।
কোকিল কন্ঠে দিয়েছ মেখে সুলিলিত সুরেলা গান।
নয়নজুড়া দৃশ্যে-ফলেভরা গৃচ্ছে দিয়েছ বাঁচার জন্য অম্লজান।
ইয়া রাব্বানা! তুমি যে কত মহান।
নারীর সম্মানে দিয়েছ তাদের গর্ভে মাংসালপিন্ড নতুন জান।
একে অপরে করিলে তুমি এইভাবে-আত্বীয়তার বন্ধান।
রক্তে রক্তে সঞ্চালনে বাঁধিলে অামাদের এক পিতার সন্তান।
ইয়া রাব্বানা! তুমি যে কত মহান।
স্বাচ্ছা বৃষ্টি ঝরিলে ঝিরঝির থেকে নীল অাসমান।
কীট-পতঙ্গ জঙ্গলা ভিজিল পাইল তারা নতুন ধামান।
এইভাবে মিটাইলে তুমি-পৃথিবীকে গড়িলে পরিপাটি কানান।
ইয়া রাব্বানা! তুমি যে কত মহান।