কি লিখি কি পড়ি
ক্লাসে দি'না মনে।
ঘড়ির কাটা কাটে না
প্রতিদিন বসি পিছনে।
লেকচারে সরগল ম্যাড়াম
আমি ব্যস্ত গেমে।
কি লিখি কি পড়ি
ক্লাসে দি'না মনে।
মর্নিং ক্লাস কাটে
মাঝে মধ্যে ঘুমে।
দৌড়তে দৌড়তে পুঁছি
প্রায়ই ক্লাসরুমে।
হাপিয়ে ফুপিয়ে বসি সিটে
ভিজি টিপটিপ ঘামে।
খাতা আছে কলম নেই
পড়েছি নতুন জেমে।
ক্লাস শেষে জিজ্ঞেস করি
পাশের জনের কানে।
কি পড়াইলোরে এ যাবৎ
মহা-গুরুজনে।
কি পড়ি কি লিখি
ক্লাসে দি'না মনে।
সেমিস্টার শেষে রেজাল্ট হইল
পৌঁছে গেলাম মহাশূন্যে।
----------- সমাপ্ত-------
ইতিহাস বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।