আজ কোন কবিতা নেই
কবিতার ড়ায়রিয়া হয়েছে।
ঘরে বাহিরে আসা যাওয়া
শুরু করেছে সেই কবে থেকে।
কবিতার নাকের ড়গায় ডগায়
হু হু করে মশা-মাছির
উৎপাত বাড়ছে।
আসুন! কবিতা প্রেমিকরা
কবিতাকে দেখতে হসপিটালে যায়।
ছন্দ-অন্ত্যমিল-সার্থক চিত্র
ওরা তিন বেড়া।
কই?.
ড়াক্তার: বলবেন না আর
আজকাল কবিতার পাশে এই তিনজন বেড়াকে
চোখ ঘষিয়ে ও দেখতে পাওয়া যায় না।
তিনবেড়া জাহান্নামে গেছে।
কবিগুরু,নজরুল,জসিম উদ্দিন,
ফররুখ,আব্দুল হাকিমের
সেই কবিতা কি
এখন আছে।
তাইত আজ কবিতার মর মর অবস্থার
তের অবস্থা।
(রুপক লেখা)