অামার ক্যাম্পাসে কোন ঝুপড়িওয়ালা বড় জৌলুস বালাখানা নেই।
রাজদরবারের সাদা-পোশাকের আলখেল্লা -মাথায় সার-বন্ধনী নেই।
তাই হয়ত আমার ক্যাম্পাসে কেউ আসে না।
পূর্ণিমা রাতেও মোলায়েম চাঁদের এক টুকরো
সাদা পিপীলিকা আমার ক্যাম্পাসে দানা বাঁধে না।
রকিং বেতে বসে বসে পা দুখান দক্ষিণ দিগন্তে দুলিয়ে
হলুদ পাখির সুরচামিলী অামার ক্যাম্পাসে শুনা যায় না।
তাই হয়ত আমার ক্যাম্পাসে কেউ আসে না।
শীতের মৌসুমে কানাড়া-তুরস্কের সাদা সাদা
বেলকুচির ঝংকার
রমালীকান্তের রমনার বায়োস্কোপের তাজা দৃশ্য অামার ক্যাম্পাসে নেই।
তাজমহল লেকের ধবধবে দুধের শরাব
ধানমন্ড়ি লেকের ক্যাচালি ব্রীজ
অামার ক্যাম্পাসের শুভনে নেই।
তাই হয়ত আমার ক্যাম্পাসে কেউ আসে না।
লাস বেগাসের সুন্দরী তরুণী
ইরানের তৃনভূমি আমার ক্যাম্পাসে গজায়নি।
ক্যারিবিয়ান অঞ্চলের কোন মাচ্ছ দেও
মধ্য আফ্রিকার ঝাঁজালো কট্টস
অামার ক্যাম্পাসে পাওয়া যায় না।
তাই হয়ত আমার ক্যাম্পাসে কেউ আসে না।
রাতে আচ্ছন্ন কালোই দৈত্য-পেরতের কোন ভয় নেই।
ঝিকমিক তারার আলোকরশ্মি নেই।
মৌঅলির অঙ্কু ফোঁটে না।
পিয়ানো বাদকদের হরেক রকম তানপুরী রটে না
চিম্বুক পাহাডের কোন নৃত্যঅালির দুলা নেই।
তাই হয়ত আমার ক্যাম্পাসে কেউ আসে না।
মিষ্টি কুমড়া লতার ছায়াছানি নেই।
গেছো সরিসৃপের টেপটেপানি নেই।
পাতাল পুরের ডাবরসের তসতরি নেই।
খাঞ্জালি দীঘির মিঠা পানি নেই।
তাই হয়ত আমার ক্যাম্পাসে কেউ আসে না।
চড়া-চড়ুইয়ের অবৈধ মিলন ভাতি নেই।
রাখিবন্ধন উৎসবের মনকাড়া মিলড়ির ঐকতান
পলাশী মোড়ে চা-নাস্তার বৈঠকখানা নেই।
তাই হয়ত আমার ক্যাম্পাসে কেউ আসে না।