চলো আজব শহুরে-যেখানে
চারিদিকে দালানতায় উচুঁ উচুঁ পাখা গজেছে।
চীনামাটির নয় এগুলো-কাঁচা-পাকা পোড়ামাটির ফার্নিসে গড়া।
চুনসুরকি-সিমেন্টতো অাছেই।
চীনাবালির নাগ-ছোঁয়া ইয়া বড় বড় দালানতায়
বল্লমের মূল জীবাশ্ম।
চলো আজব শহুরে-যেখানে
চারিদিকে দালানতায় উচুঁ উচুঁ পাখা গজেছে।
চিকনা গ্রিল ও আছে দালানতায়।
চিন চিন ঝিন ঝিন
শকটের হর্ণ যেথায় ভেসে অাসে প্রতিনিয়ত।
চিলগলিতে নি:শ্বাস ঝেড়ে হাপিয়ে বাঁচার মত
তিলপরিমাণ ভেজা মাটি নেই।
চিবানো-জুবড়ানো দালানতার প্রধান ফটক।
চলো আজব শহুরে-যেখানে
চিকচিক ঝিকঝিক চমকায় দালানতার
অদ্ভুত অদ্ভুত ডিজাইন।
চিনির কণার মত ঝিলিক মারে রাতে
লাল-বেগুনি-অতি বেগুনি হেডলাইটে
দালানদারের সৌখিন-দবজ নামগুলো।
চল অাজব শহুরে-যেখানে
চারিদিকে দালানতায় উচুঁ উচুঁ পাখা গজেছে।