তুমি কি নীল অাকাশ দেখেছ
নীলের মাঝে নীলিমা খুঁজে পাও নি।
অারে নীল -গাঢ় নীল চিন না।
তুমি কি শুননি এ দেশে একদা
নীল দস্যুদের কথা।
তুমি কি দেখনি স্বপ্নের কিনারে
একফোঁটা নীলরাশি।
আরে নীল-গাঢ় নীল চিন না।
অামার মুখভর্তি হাসি পাচ্ছে
ছোট বেলায় দাদুর কাছে
পেখম মেলা নীল পরীর গল্প শুননি।
হুমায়ুন অাহমেদের নীল কাঠপেন্সিল পড়নি
কোনদিন।
অারে নীল-নীল-গাঢ় নীল চিন না।
নাগিনীর মাথায় একটা নীলমণি থাকে
তার কথা শুননি।
ভারতের নয়ানভিরাম নীলগিরি পর্বতের কথা
শুননি।
মনে হচ্ছে নীল শব্দটি অাজকে অাবিস্কার
হয়েছে।
অারে নীল কোন পাহাড়ের নাম নয়।
নীল-নীল-নীল গাঢ় নীল চিন না।
তোমাকে না সেদিন একটা নীলপদ্ম প্রত্যুষে
হাতের পাঁজরে বেঁধে দিছিলাম
মনে নেই তোমার।
জুকার বার্কের ফেসবুকের কালার দেখনি।
ও হ্যা! তোমার দাদুর ফুলবাগানে অনেকগুলো
নীলফুল অাছে
কি! সেগুলোও কি দেখনি কোনদিন।
আরে নীল-নীল গাঢ় নীল।
কতবার তোমাকে বিকেলবেলায় সাগর পাড়ে
ঘুরতে নিয়েছিলাম
তুমি কি অাবছা রোদে সাগরের নীলবারি
রাশি দেখেনি।
দু ডানামেলা নীল প্রজাপতি কত বার
চাপালি বন থেকে ধরে এনে তোমার হাতে
দিয়েছিলাম।
অারে নীল-নীল-নীল -গাঢ় নীল চিন না।
দন্ত "ন" দীর্ঘ "ঈ"কার ল মিলে হয় নীল
অারে নীল, অক্ষর হতে যাব কেন?.
আমার দিকে তাকাও
এইবার নীল দেখতে পাও কিনা বল।
তোমার বাচ্ছামি দেখে রেগে মেগে অামার
চেহারাও নীলবর্ণ হয়ছে।
অারে নীল চেহারা হতে যাবে কেন?.
নীল-নীল-নীল -গাঢ় নীল চিন না।