তালিযুক্ত কালো পেন্ট তার-ময়লা রংয়ের সার্ট
জুতার এক পার্ট অাছে তার-নেই আরেক পার্ট
দেখে যেন মনে হয়-সে একজন লাট।
গঁন্ধময় একগুচা খাড়া চুল তার-দাতের খিলানে বিশ্রী মল
হাতের এক বাকল আছে তার-নেই আরেক বাকল
দেখে যেন মনে হয়-সে একজন সবল।
তার সারা মুখে দাগ টানা,গায়ে কুচি কুচি রেখা
এক পা আছে তার-আরেক পা দেবা
দেখে যেন মনে হয়-সে একজন মস্তবড় দাদা।
স্টেশন তার বাড়ি-সংসার তার খালি
এক চোখে বালি তার-আরেক চোখে কালি
দেখে যেন মনে হয়-সে একজন ঋষি।
পঁচা ভাত তার নিত্য খাবার-সৌখিনতা তার গাজার অাসর
নাকের এক ছিদ্র তার ধুমপানাগার-আরেক ছিদ্র কেশর
দেখে যেন মনে হয়-সে একটা খেচর।