মাগো তোমার মুখখানি নয়ন ভরে দেখি
সোনার মতন এমন খনি-দু জাহানে নাহি
মাগো তোমার হাতখানি মাথায় রেখে খুঁজি
এমন স্নেহের ফোয়ারা-মৃদু নহর তলি
মাগো তোমার মলিন হাসি -কলিজা ছোঁয়ে ভাসি
অাদর স্নেহ যতনখানি-মা ডেকে পুষি
মাগো তোমার অাঁচলখানি জনম ধরে রাখি
এমন মনো শয়নতলে মাথা রেখে বাঁচি
মাগো তোমার পদদূলি চোখে লাগায় মাখি
পাব কোথায় এমন সুরমা- স্বর্গের চেয়ে দামি।