মা ডাকটি মধুর-শুনতে লাগে অারো মধুর
অাছে কি অার এমন শব্দ ধরনীর সুদূরে-
সাত হাজার ভাষার লগ্নের ঝুলিতে।
ছোট্টবাবুর অাগাড়ুম-বাগাড়ুম বুলিতে -
হঠাৎ "মা মা"ডাকটি শুনতে অারো লাগে মধুর।
দুধ বাচালির কাঁদো কাঁদো মা"মা" ককানিতে -
ভাল লাগে -মধুর চেয়ে মধুর।
দূরান্ত থেকে এসে গলা ছেড়ে "মা" ডাকটি
অাহা! কেমন চিনির মতন মধুর লাগে।
মা ডাকটি মধুর-শুনতে লাগে অারো মধুর।
অাছে কি অার এমন শব্দ- অক্সফোর্ড -কেমব্রিজ ডিক্সনারির ছত্রে ছত্রে।
চলার পথে হুচুড় খেয়ে মাগো বলে ডাকতে -
এমন আরামদায়ক পরশমণি আছে কি আর কোথাও।
বেদনার চোখে বুকে-যন্ত্রণার বিষেতে -
"মা "মা" ডাক এনে দেয় -সুখের রাগিনী।
"মা" ডাক শ্রেষ্ঠ-শব্দের ভূমিনী।
"মা" ডাক ঠিক মায়ের স্নেহের মতন মধুর।
অাছে কি এমন মধু অার কোথাও
সপ্তজগতের ছায়াপথ তলে।
"মা" ডাকটি মধুর-শুনতে লাগে অারো মধুর।
অাজ বৈচিত্র্য এসেছে "মা" ডাকে
মায়ের বদল মাম্মি রাখে।
মম অারো কত কি।
অজড় -কচড় ডাক "মা" ডাকের সমান নয়রে
"মা" "মারে " ডাকে মধু-স্বাদ পাইরে।
ডেকে যায় গেয়ে যায়-মা মারে
মা ডাকে মন শীতল সরল হয়রে।
মা ডাকটি মধুর -শুনতে লাগে মধুর।