তুমি বিশ্বমিত্রের অভিশপ্ত পঞ্চাশ ছেলের একজন।
তুমি বখতিয়ারের তরতাজা ঝুটিয়ালা তেজী ঘুটকী।
তুমি তৈমুর লঙ্গের ভীত রাগ।
তুমি শেরশাহ গোলাগারে অগ্নিদগ্ধ এক টুকরো স্ফুলিঙ্গ।
তুমি রাঊজানের দৈত্য হাঙ্গর।
তুমি ঝংকার
তুমি সোচ্চার
তুমি হুংকার
তুমি উষ্ম ফোয়ারা
তুমি বেজন্মার আতংক।
তুমি ভয়ার্ত ভোকাল
তুমি উন্মাদ কংকাল।
তুমি নর্দমা-কংক্রিট
তুমি কুৎসিত
তুমি রক্তনীড়
তুমি বেওয়ারিশের জলতাংক।
তুমি উগ্র প্রতীক।
তুমি নির্ভীক কান্ড়ারী
তুমি গোধূলির শফিক
তুমি সূর্য তাপে গড়া সূর্য সেন।
তুমি রিফিঊজী দমনে উস্তাদ।
তুমি কালের সমীরণে অপরাজেয় বিদ্রোহী বংশদূত পৈতা।
কত সারথী তোমার অনুসরনে অণুরন।
প্রফুল্ল চাকী,প্রীতিলতা ওয়েদ্দার বহু সাধন রঙ্গন।
তুমি শিখিয়েছিলে ওদের কিভাবে
আলোর মিছিলে মরণ স্বাক্ষর রাখতে হয়?.
তুমি শিখিয়েছিলে ওদের কিভাবে
প্রবল স্রোত উজানে বৈটা ধরতে হয়?.