তিলে তিলে রক্ত ফোঁটায়
বুনেছি এক স্বপ্ন।
মস্ত বড় লোক হব
পৃথিবীকে করব ধন্য।
সামাজ সেবায় নিয়োজিত হব
জীবন করব শূন্ন্য।
গরিব দুখীর মুখে তুলে দিব
তিন বেলা অন্ন।
সুন্দর এক আদর্শ দিব
জেগে উঠবে তারুণ্য।
তুলব জাগরণ ফুটাব রেণু
নিপাক করব দৈন্ন্য।
**********************
এখন ভাবি স্বপ্ন ই স্বপ্নহীন
বাস্তবতা আসল।
জগতবাসী স্বপ্নের পিছু ছুটে
বাস্তবতা স্বপ্ন লুটে।
বি:দ্র: প্রতি দিন রাত এইভাবে আমরা অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখি প্রকৃতপক্ষে বাস্তবতার জগতে সেই স্বপ্নগুলোর কোন অস্তিত্ব ও পাওয়া যায় না।