অাঁধার ঘন কেটে যাচ্ছে
রাত শেষ হয়ে অাসছে
বল! অার কি ঘুমানো যায়।
সারারাত ডাকপাডানির নির্জনতা
শ্রাবন ধারার অজস্রতায়
বল! ঘুমানো কি যায়।
দক্ষিণ দিকের পাগলা বাতাসা
অাঁইচে নাশপাতি গাছে কাঠবিড়ালির কুটকুটানিতে
বল! ঘুমানো কি যায়।
বিড়াল -ইদুঁর পেটের দায়ে ফেলফেলানিতে
হাত পা ভাংগা পিপীলিকাগুলোর দুলদুলানিতে
বল! ঘুমানো কি যায়।
পাটিপাতার ফাঁকে ফাঁকে ঝিঁঝিঁ পোকার অালোর মিছিলে
সাত জোড়া-অাট জোড়া চন্ড়াল মল্লিকে
বল! ঘুমানো কি যায়।
বালিয়াড়ি পাশে অাঁখক্ষেতে ডোরাকাটা শৃগালের হাকে
ঝাউলা -দাউলা বনে চামচিকার ঊড়াল শুনে
বল! ঘুমানো কি যায়।
বারোমাসি অমরফুলের সুবাসে
ভেসে অাসে খিলকি ঘেষে
বল! ঘুমানো কি যায়।
আধুলি ব্যাঙের ঘ্যাঙঘানিতে
জোয়ালে গোই সৃপের ট্যাংটানিতে
বল! ঘুমানো কি যায়।
অাধাঁর ঘন কেটে যাচ্ছে
এক বেলা গ্রাম্য রাত শেষ হয়ে আসছে।
বল! আর কি ঘুমানো যায়।