ঘুম আসে চোখ বুজে
প্রান্ত শান্তি ছায়াময় কুঞ্জে।
নীল কন্ঠে ড়াকা পাখিটির সুরে।
গহীন বনে বাঁশ পাতার নিচে।
ঘুম আসে চোখ বুজে
উঠানে পেতে রাখা বেতের চিয়ারে।
গ্রামের ঘাসময় ঘাটে।
ঘরহীন বস্তির পঁচাগলা ঐ গলিটাতে।
ঘুম আসে চোখ বুজে
আমার হালদা তটে।
চিক চিক বালির চরে।
জননীর কুলে মাথা রেখে।
অসহায় দুঃখিনীর পাশে।
ঘুম আসে চোখ বুজে।
ঘন ডাকা শীতে উদাম গায়ে।
কনকনে জলে টিমটিম আলোয়।
বেদে বেদুইনের দাড় টানা তাবুয়।
ঘুম আসে চোখ বুজে
পশ্চিমা লালিমা আভায়।
বিকেল বেলায় পুকুর পাড়ে।
জলা ভূমির নর্দমায়।
জীবন যুদ্ধে নুয়ে পড়া ক্লান্তে।
ঘুম আসে চোখ বুজে।
শাপলা-শালূকের আঁশে।
এক তারার টিন টিন বিণে।
পাগলা বেশে লোকালয়ে।
অচিন্তা পুরে।
ঘুম আসে চোখ বুজে
অবজ্ঞার কাহনে।