লিখবো কি ভাই সমাজটা আজ বড়ই অবাক করা
তন্ত্র-মন্ত্র এইসবেতেই দেশটা যেন ভরা
সমাজ এখন মন্ত্রে ডুবে করছেরে হৈচৈ
আমরাও ভাই সমাজ মেনে পাগল হয়ে রই
পাগল বেশে আমার দেশে ফুটাই কথার ঝাক
পুড়া কপাল, এই কপালে লাত্থি-গুতাই থাক।
লাত্থি খাই আর একলা নাচি সঙ্গে কেহ নাই
একটা জাতির হাজার টুকরো দেখতে এখন পাই
এক নেতা নয় এখন থাকে হাজার হাজার নেতা
কেমন যেন হরেক রকম দ্বন্দ্ব থাকে সেথা!
একদল যেই মার খায় ফের অন্য দলের সবে
হাসে আর বলে গোল টুপিরা লম্বা কখন হবে।
গোল টুপি আর লম্বা টুপি বাদ দাও ভাই আজ
মুসলিম মরে তবুও কি হায় হয়না তোমার লাজ
মার খায় ঐ ধর্মের ভাই, তুমি ঘরে বসে বসে
কার গায়ে জামা লম্বা না গোল এ হিসাব করো কষে
এ হিসাবগুলো ছাড়ো
ভেবে দেখো তব জাতির জন্য কি আজ করতে পারো!
একটু দেখোনা ভাই
মুসলিম দেশ তবুও মুসলমানের মূল্য নাই
ইসলামেরই কথা বললে জঙ্গি মোদের বলে
খোদাদ্রহীরা দেশের মাঝে গর্ব করে চলে
সরকার চলে মুরতাদ সব আঁচল তলায় নিয়ে
জেল কারাগার পূর্ণ এখন ভালো মানুষ দিয়ে
তাইতো আজি হাতেহাত রেখে গান গাও একসুরে
মিলে যাও আজ,শঙ্কা ও লাজ ঝেড়ে ফেলে দাও দূরে।
পারো যদি সব দিতে কোরবান তবে জয়-দিন গোনো
ভালো করে আজ শোনো
'এই সেই কথা সব ভুলে গিয়ে সবাই মিলবে যবে
দেশ-ক্ষমতা সব কিছুই মুসলমানের হবে'
তাই..ঝগড়া বিবাদ ভুলে
সবাই সবাই ধর্মের ভাই নাও নাও বুকে তুলে
দল-মত সব বাদ দিয়ে আজ গাও বিজয়ের গান
'পৃথিবীর বুকে এক পরিচয় আমরা মুসলমান।'