ছাড়ছো কেন লতিফ্যাকে জেলের থেকে
দেখো এবার বীর মুসলিম উঠছে ক্ষেপে
জ্বালায় আগুন রাজার পথে শ্লোগান দিয়ে
ভুল করেছো খেলতে গিয়ে আগুন নিয়ে
কোন সাহসে আগুন নিয়ে খেলতে গেলে?
এবার আগুন তোমায় যদি পুড়িয়ে ফেলে!
ভুল করেছো আনছো ডেকে সর্বনাশী
ভালোয় ভালোয় লতিফ্যাকে দিলে ফাঁসি
থাকতো তোমার প্রিয় গদি তোমার কাছে
হয়তো তখন বলতো মানুষ পাছে পাছে
এখন তুমি কি করবা ফের ভেবে দেখো
মুসলমানের দেশে এদের মারতে শেখো।
এমন লতিফ বাংলাদেশে আসবে যতো
দাওরে ফাঁসি তোমার বাবার খুনির মতো
নয়লে কিন্তু লতিফ-সাথে ফাসবে তুমি
মুসলমানের হুংকারে ফের কাঁপবে ভুমি
শক্ত ভাবে রক্তে আগুন ধরে যদি
মনে রেখো থাকবেনা আর তোমার গদি।