তোমার জন্য এই যে আমার মন
উদাস হয়ে কেমন যেন করে সারাক্ষণ
মাঝে মাঝে দুচোখ বুজে
তোমার লালচে শাড়ি খুঁজে
আবার যেন যায় খুঁজে ফের তোমার আপন জন
এথায় খুঁজে সেথায় খুঁজে পাহাড়-সাগর-বন।
পায়না তোমায় পাহাড়-সাগর-বনে
শেষে তোমায় পায় যে খুঁজে কবির উদাস মনে
মনের মাঝেই দেখতে থাকে
প্রেমের কাব্য লেখতে থাকে
মনের সাথেই কথা বলে তোমার কথা শোনে
তুমিই সখি থাকো আজি কবির হৃদয়-কোনে।
এখনো সেই প্রথম দিনের দেখা
সেই অনুভব, আবার যেন প্রেমের কাব্য লেখা
লাল শাড়িটার আঁচল ধরে
নেবো তোমায় আমার করে
দেখবে সখি এই প্রেমেরই নাইতো সীমারেখা
স্বর্গ প্রেমে যায়গো সখি অনেক কিছুই শেখা।
জানো সখি আমার পথের বাকে
কে যেন সেই লাল রঙেতে তোমার ছবি আঁকে
তোমার ছবি দেখে দেখে
উদাস কবি কাব্য লেখে
আবার যেন হৃদয় মাঝে অপ্সরীকেই রাখে
অপ্সরীটার প্রতি কবির ভালবাসাই থাকে।