গভীর রাতে একলা আমি জেগে আছি
আজ মনে হয় তোমার সাথে একটু নাচি
নাচবে তুমি সাথে আমি কেমন হবে?
সবাই যেন অবাক হয়ে চেয়ে রবে
বাজবে তোমার পায়ের নূপুর স্নিগ্ধ স্বরে
নাচবে তুমি পার্বতীদের মতো করে।
পা যে তোমার থাকবে রঙিন, আলতা মাখা
থাকবে হাতে মেহেদীতে নকশা আঁকা
খোঁপার পরে বকুল ফুলের থাকবে মালা
সেই মালাটার ঘ্রাণ পেয়ে ফের বাড়বে জ্বালা
লাল গোলাপের পাপড়ি দেবে কানের সাথে
তোমার দুহাত রাখবে পরে আমার হাতে।
ভাবছি এসব আবোলতাবোল কত্তো কিছু
সামনে গেলে থাকবো করে মাথা নিচু
স্বরণ শক্তি সবিই তখন উধাও হবে
মনটা যেন অন্য কোথাও পড়ে রবে
তবুও আজ ভাবছি তোমার সামনে যাবো
সাহস করে হয়তো ভালবাসা চা'বো।
সেদিন তোমায় অনেক কিছু বলতে চেয়ে
পারিনিতো, কারণ তুমি অবুঝ মেয়ে
চাইছি তোমায় গোলাপ দেবো হয়নি দেয়া
চাইছি তোমার মনটা নেবো হয়নি নেয়া
তোমায় ভেবে তাইতো হৃদয় কেমন করে
বসে আছি তোমাকে ফের দেখার তরে।
লাল শাড়িটা পড়ে তুমি আবার আসো
আমার দিকে চেয়ে আবার একটু হাসো
একটু হাটো যেন তোমার নূপুর বাজে
আঁচল তলে মুখটি লুকাও ক্ষাণিক লাজে
একটু নাচো যেন তোমায় দেখতে পারি
নয়া প্রেমে গান-কবিতা লেখতে পারি।