ভাবছি এখন তোমায় প্রিয়, ছুটছি তোমার পিছু
তোমায় দেখার পর থেকে আর ভাল্লাগেনা কিছু
মনে প্রাণে চাইছি যেন আবার তুমি আসো
আবার এসে বলো তুমি আমায় ভালোবাসো
সত্যি যদি বলতে পারো, বানিয়ে নেবো রাণী
ভালবাসায় ভালবাসায় ভরবো জগৎখানি।
সাগর থেকে মুক্তা এনে গেঁথে দেবো মালা
চন্দ্র এনে চন্দ্র মুখের বাড়িয়ে দেবো আলা
পাহাড়টাকে এনে দেবো ঘুরবে সেথায় তুমি
খেলবে তুমি মেঘের সাথে দেখবে মেঘের ভুমি।
ক্ষাণিক পরেই আসবো আমি তোমায় কাছে পেতে
পাহাড় পরেই দুজন মিলে থাকবো খেলায় মেতে
লাল শাড়িতে জড়িয়ে নেবো একটুখানি হেসে
খোঁপায় দেবো লালচে গোলাপ অনেক ভালবেসে।
হয়তো তখন বলবে তুমি 'আকাশ এনে দাও'
আকাশ এনে বলবো আমি 'বলো আর কি চাও'
যা চাইবে চাওরে আজি সবিই তোমায় দেবো
বিনিময়ে কিন্তু আমি তোমার মনটি নেবো।
বলো বলো মেয়ে তুমি মনটা দেবে নাকি
তোমার মনের জন্য বুকে আশা বেঁধে রাখি
হাজার হাজার স্বপ্ন এখন হয়ে থাকে জমা
কল্পনাতে দেখি তুমি আমার প্রিয়তমা।
এখন তোমায় ভাবতে গেলেই লাল শাড়িটা আসে
আবার তোমার লালচে ঠোঁট-ই একটু করে হাসে
ভাবতে গেলেই সহস্রবার তোমার প্রেমে পড়ি
তাইতো তোমায় কম করেই ভাবার চেষ্টা করি।
তবুও তুমি সারাক্ষণই ভাবনা জুড়ে থাকো
মাঝে মাঝে আমায় আবার মিছেমিছি ডাকো
সত্যি যদি ডাকতে তুমি আমার নামটি ধরে
তবেই তোমায় ভালবেসে নিতাম আমার করে।